মুসল্লীর সালাতে কোমরে হাত রাখাকে আয়েশা অপছন্দ করতেন। আর তিনি বলতেন এটি ইয়াহুদীরা করে।

মুসল্লীর সালাতে কোমরে হাত রাখাকে আয়েশা অপছন্দ করতেন। আর তিনি বলতেন এটি ইয়াহুদীরা করে।

আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত: “তিনি মুসল্লীর সালাতে কোমরে হাত রাখাকে অপছন্দ করতেন। আর তিনি বলতেন এটি ইয়াহুদীরা করে”।

[সহীহ] [এটি বুখারী বর্ণনা করেছেন।]

الشرح

হাদীস শরীফটি স্পষ্ট করে যে, একজন মুসল্লীর সালাতে কোমরে হাত রাখাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অপছন্দ করতেন। আর তিনি এর কারণ বর্ণনা করে বলেন এটি ইয়াহুদীদের কর্ম।

التصنيفات

মুসল্লিদের বিবিধ ভুল