প্রতিটি বান্দাকে যার ওপর সে মারা যায় তার ওপর উঠানো হবে।

প্রতিটি বান্দাকে যার ওপর সে মারা যায় তার ওপর উঠানো হবে।

জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, প্রতিটি বান্দাকে যার ওপর সে মারা যায় তার ওপর উঠানো হবে।

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

কিয়ামতের দিন প্রত্যেক বান্দাকে ঐ অবস্থায় উঠানো হবে, যে অবস্থায় সে মারা গেছে।

التصنيفات

শেষ দিবসের ওপর ঈমান