রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অযু করতেন তখন তার দুই কনুইর উপর পানি পৌঁছাতেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অযু করতেন তখন তার দুই কনুইর উপর পানি পৌঁছাতেন।

জাবির ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযূ করতেন তখন তার দুই কনুইর ওপর পানি পৌঁছাতেন।

[সহীহ] [এটি বাইহাকী বর্ণনা করেছেন।]

الشرح

হাদীসটি স্পষ্ট করে যে, অযুর ওয়াজিব হলো, দুই হাত কনুইসহ ধোয়া। দুই কনুইকে অন্তভুর্ক্ত করার ওপর গুরুত্ব দেওয়া দ্বারা স্পষ্ট হয় যে, দুই হাত ধোয়ার মধ্যে কনুইদ্বয়ও অন্তভুর্ক্ত। হাদীসটি যদিও দুর্বল কিন্তু অন্যান্য দলিল তার অর্থকে প্রমাণ করে।

التصنيفات

অযুর পদ্ধতি