ঘুমানোর সময় তোমরা তোমাদের ঘরে আগুন রেখে ঘুমাবে না।

ঘুমানোর সময় তোমরা তোমাদের ঘরে আগুন রেখে ঘুমাবে না।

ইবনে উমার রাদিয়াল্লাহ আনহুমা থেকে মরফূ হিসেবে বর্ণিত, “যখন তোমরা ঘুমাবে তখন তোমাদের ঘরে আগুন রেখে ঘুমাবে না।”

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

হাদীসের অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে আগুন নিভানোর আগে ঘুমাতে নিষেধ করেছেন, যা তারা প্রজ্বলিত করে থাকে। শারহু রিয়াদিস সালেহীন, ইবনে উসাইমীন (৬/৩৯০), শারহু সুনান আবি দাঊদ, আব্বাদ, ইন্টারনেট কপি।

التصنيفات

ঘুম ও জাগ্রত হওয়ার আদব