মু’আজ্জিন আযানের বিষয়ে অধিক ক্ষমতা রাখেন আর ইমাম ইকামাতের ব্যাপারে অধিক ক্ষমতা রাখেন।

মু’আজ্জিন আযানের বিষয়ে অধিক ক্ষমতা রাখেন আর ইমাম ইকামাতের ব্যাপারে অধিক ক্ষমতা রাখেন।

আলী রাদিয়াল্লাহু আনহু হতে মারফূ‘ হিসেবে বর্ণিত, “মু’আজ্জিন আযানের বিষয়ে অধিক ক্ষমতা রাখেন আর ইমাম ইকামাতের ব্যাপারে অধিক ক্ষমতা রাখেন”।

[সহীহ] [এটি ইবন আবী শাইবাহ বর্ণনা করেছেন। - এটি বাইহাকী বর্ণনা করেছেন। - এটি আব্দুর রায্যাক বর্ণনা করেছেন।]

الشرح

হাদীসটি বর্ণনা করে যে, মুয়াজ্জিন আযানের ব্যাপারে এবং ইমাম ইকামাতের বিষয়ে অধিক হকদার।

التصنيفات

আযান ও ইকামাত