রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পান করার সময় তিনবার শ্বাস নিতেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পান করার সময় তিনবার শ্বাস নিতেন।

আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম পান করার সময় তিনবার শ্বাস নিতেন।”

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

“নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অভ্যাস ছিল, যখন তিনি পান করতেন তিন শ্বাসে পান করতেন। তিনি একবার পান করতেন অতঃপর মুখ থেকে পাত্র সরিয়ে নিতেন, অত:পর দ্বিতীয়বার পান করতেন এবং মুখ থেকে পাত্র সরিয়ে নিতেন, অত:পর তৃতীয়বার পান করতেন এবং মুখ থেকে পাত্র সরিয়ে নিতেন।”

التصنيفات

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য ও পানীয়