আল্লাহর সন্তুষ্টি মাতা-পিতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি মাতা-পিতার অসন্তুষ্টিতে।

আল্লাহর সন্তুষ্টি মাতা-পিতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি মাতা-পিতার অসন্তুষ্টিতে।

আব্দুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, আল্লাহর সন্তুষ্টি মাতা-পিতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি মাতা-পিতার অসন্তুষ্টিতে।

[হাসান লিগাইরিহী] [এটি তিরমিযী বর্ণনা করেছেন।]

الشرح

হাদীসটিতে মাতা-পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর তাদের দু’জনের অসুন্তষ্টিতে তাঁর অসন্তুষ্টি। অতএব, যে ব্যক্তি তাদের দু’জনকে খুশি করল সে যেন আল্লাহকে খুশি করল। আর যে ব্যক্তি তাদের দু’জনকে নারায করল সে যেন আল্লাহকে নারায করল।

التصنيفات

পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের ফযীলত, প্রশংসিত চরিত্রসমূহ