ডাক্তার কেবল আল্লাহ, বরং তুমি একজন বন্ধু। আর এর ডাক্তার কেবল তিনিই যিনি তা সৃষ্টি করেছেন।

ডাক্তার কেবল আল্লাহ, বরং তুমি একজন বন্ধু। আর এর ডাক্তার কেবল তিনিই যিনি তা সৃষ্টি করেছেন।

আবূ রিমসাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনার পিঠের উপর যে (মোহরে নবুওয়াত) রয়েছে তা আমাকে দেখান। কারণ, আমি একজন ডাক্তার। তিনি বললেন, ডাক্তার কেবল আল্লাহ, বরং তুমি একজন বন্ধু। আর এর ডাক্তার কেবল তিনিই যিনি তা সৃষ্টি করেছেন।”

[সহীহ] [এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।]

الشرح

আবূ রিমসাহ রাদিয়াল্লাহু ‘আনহু ছিলেন একজন ডাক্তার। তিনি মোহরে নবুওয়তকে প্রকাশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝখানে ফুলা দেখতে পান। তখন সে ভাবল, এটি একটি ফোঁড়া যা রোগের কারণে সৃষ্টি হয়েছে। তিনি তার চিকিৎসা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, আল্লাহই ডাক্তার। অর্থাৎ, রোগ থেকে শিফা দানকারী ঔষধ দ্বারা সত্যিকার চিকিৎসক কেবল আল্লাহ। “বরং তুমি একজন হিতাকাঙ্খী মানুষ” তুমি অসুস্থ মানুষের সাথে দয়া ও মেহেরবানী কর। আর এ কথা এ জন্য বললেন যে, সত্যিকার ডাক্তার হলো যিনি রোগ ও রোগের ঔষধ সম্পর্কে জ্ঞানী এবং সুস্থতা ও আরোগ্য দানে সক্ষম। আর তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না।

التصنيفات

তাওহীদুল আসমা ও সিফাত