যদি তুমি সক্ষম হও যমীনে সালাত আদায় করো, অন্যথায় তুমি ইশারা করো আর তুমি তোমার সেজদাকে রুকূ থেকে বেশি নীচা করো।

যদি তুমি সক্ষম হও যমীনে সালাত আদায় করো, অন্যথায় তুমি ইশারা করো আর তুমি তোমার সেজদাকে রুকূ থেকে বেশি নীচা করো।

জাবের ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অসুস্থকে দেখতে যান। তিনি তাকে দেখলেন একটি বালিশের ওপর সালাত আদায় করছে। তিনি তা নিয়ে ফেলে দিলেন। তারপর সালাত আদায়ের জন্য একটি কাঠ নিলেন। এটিও তিনি নিলেন এবং ফেলে দিলেন এবং বললেন, যদি তুমি সক্ষম হও যমীনে সালাত আদায় করো, অন্যথায় তুমি ইশারা করো আর তুমি তোমার সেজদাকে রুকূ থেকে বেশি নীচা করো।

[সহীহ] [এটি বায্যার বর্ণনা করেছেন। - এটি বাইহাকী বর্ণনা করেছেন।]

الشرح

হাদীস শরীফটি অসুস্থ ব্যক্তি যে তার কপালকে যমীনে রাখতে সক্ষম নয় তার সালাতের প্রদ্ধতি বর্ণনা করে। তার ওপর ওয়াজিব হলো, সক্ষমতা অনুযায়ী সালাত আদায় করা এবং রুকূ ও সেজদায় ইশারা করা। আর তার সেজদা তার রুকূর তুলনা অধিক ঝুঁকে করা।

التصنيفات

সমস্যাগ্রস্তদের সালাত