যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কিছু খরচ করে, তার জন্য সাতশ’ গুণ নেকী লেখা হয়।

যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কিছু খরচ করে, তার জন্য সাতশ’ গুণ নেকী লেখা হয়।

আবূ ইয়াহইয়া খুরাইম ইবন ফাতেক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কিছু খরচ করে, তার জন্য সাতশ’ গুণ নেকী লেখা হয়।”

[সহীহ] [এটি তিরমিযী বর্ণনা করেছেন।]

الشرح

যে কেউ আল্লাহর রাস্তায় কম বা বেশি খরচ করবে, হোক সেটা আল্লাহর রাস্তায় জিহাদে অথবা অন্য কোনো কল্যাণকর কাজ ও ইবাদতে খরচ করবে, কিয়ামতের দিন আল্লাহ তার বিনিময়কে সাত শো পর্যন্ত বৃদ্ধি করবেন।

التصنيفات

সৎকাজের ফযীলত