মুমিন একই গর্তে দু’বার দংশিত হয় না।

মুমিন একই গর্তে দু’বার দংশিত হয় না।

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুমিন একই গর্তে দু’বার দংশিত হয় না।”

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সংবাদ দেন যে, মুমিন একই স্থান থেকে দুইবার আক্রান্ত হন না। সুতরাং তাকে অবশ্যই সাবধান, সতর্ক ও সচেতন হওয়া দরকার; যাতে সে অমনোযোগী হয়ে ধোঁকায় পড়ে না যায়।

التصنيفات

প্রশংসিত চরিত্রসমূহ