তোমাদের কেউ দাঁড়িয়ে পান করবে না।

তোমাদের কেউ দাঁড়িয়ে পান করবে না।

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু হিসেবে বর্ণিত, “তোমাদের কেউ দাঁড়িয়ে পান করবে না।”

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

হাদীসটি দাঁড়িয়ে পান করা নিষিদ্ধ হওয়াকে অন্তর্ভুক্ত করে। যদি দাঁড়িয়ে পান করার কোনো প্রয়োজন না থাকে তখন দাঁড়িয়ে পান করা মাকরূহ।

التصنيفات

খাওয়া ও পান করার আদব