আল্লাহ সকল স্রষ্টার স্রষ্টা এবং তার সৃষ্টিরও স্রষ্টা।

আল্লাহ সকল স্রষ্টার স্রষ্টা এবং তার সৃষ্টিরও স্রষ্টা।

হুযায়ফা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফ‘ হিসেবে বর্ণিত: “আল্লাহ সকল স্রষ্টার স্রষ্টা এবং তার সৃষ্টিরও স্রষ্টা।”

[সহীহ] [এটি ইবন আবী ‘আসেম বর্ণনা করেছেন। - ইবন মানদাহ এটি “কিতাবুত তাওহীদ” এ বর্ণনা করেছেন। - বুখারী “খালকু আফআলিল ইবাদ” কিতাবে এটি বর্ণনা করেছেন।]

الشرح

আল্লাহ সকল কারিগর এবং কারিগররা যা তৈরি করেন তারও সৃষ্টি কারক। এতে প্রমাণিত হয় যে, নিশ্চয় বান্দার কর্মসমূহ মাখলুক। আল্লাহ বান্দাদের সৃষ্টি করেছেন এবং তাদের কর্মসমূহও সৃষ্টি করেছেন।

التصنيفات

তাওহীদুল আসমা ও সিফাত