যে ব্যক্তি মানুষকে পান করায় সে সবার শেষে পান করবে।

যে ব্যক্তি মানুষকে পান করায় সে সবার শেষে পান করবে।

আবু কাতাদাহ আল আনসারী ও ইবনে আবী আউফ রাদিয়াল্লাহু আনহুমা হতে মারফু হিসেবে বর্ণিত হয়েছে, “যে ব্যক্তি মানুষকে পান করায় সে সবার শেষে পান করবে।”

[উভয় বর্ণনাসহ সহীহ] [এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন। - এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

যে ব্যক্তি কোনো জনসমষ্টিকে পানি অথবা দুধ কিংবা কফি অথবা চা অথবা অন্য কিছু পান করাবে, সে সবার শেষে পান করবে।

التصنيفات

খাওয়া ও পান করার আদব