“যার কাছে সুগন্ধি পেশ করা হবে, সে যেন তা ফিরিয়ে না দেয়। কারণ, তা বহনের দিক থেকে হালকা, গন্ধের দিক থেকে সুবাসিত।”

“যার কাছে সুগন্ধি পেশ করা হবে, সে যেন তা ফিরিয়ে না দেয়। কারণ, তা বহনের দিক থেকে হালকা, গন্ধের দিক থেকে সুবাসিত।”

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যার কাছে সুগন্ধি পেশ করা হবে, সে যেন তা ফিরিয়ে না দেয়। কারণ, তা বহনের দিক থেকে হালকা, ঘ্রাণের দিক থেকে সুবাসিত।”

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

যাকে সুগন্ধি হাদিয়া দেওয়া হয় তা উচিৎ হলো তা কবুল করা। কারণ, তা বহন করাতে কোনো কষ্ট হয় না এবং তার ঘ্রাণও ভালো।

التصنيفات

যিয়ারত ও অনুমতি প্রার্থনার আদব