“আল্লাহ তা’আলা তিনটি কাজ পছন্দ করেন এবং তিনটি কাজ অপছন্দ করেন

“আল্লাহ তা’আলা তিনটি কাজ পছন্দ করেন এবং তিনটি কাজ অপছন্দ করেন

আবূ হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আল্লাহ তা’আলা তিনটি কাজ পছন্দ করেন এবং তিনটি কাজ অপছন্দ করেন। তোমাদের জন্য তিনি যা পছন্দ করেন, তা হল: ১. তোমরা তারই ইবাদাত করবে, ২. তার সঙ্গে কিছুই শারীক করবে না এবং ৩. তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জু মজবুতভাবে ধারণ করবে ও পরস্পর বিচ্ছিন্ন হবে না। আর যে সকল বিষয় তিনি তোমাদের জন্য অপছন্দ করেন: ১. নিরর্থক কথাবার্তা বলা, ২. অধিক প্রশ্ন করা এবং ৩. সম্পদ বিনষ্ট করা”।

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ তাঁর বান্দাদের তিনটি গুণ পছন্দ করেন এবং তিনটি গুণ অপছন্দ করেন, তিনি তাদের থেকে পছন্দ করেন: আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা এবং তাঁর সাথে কোন কিছুকে শরীক না করা এবং আল্লাহর অঙ্গীকার, কুরআন ও তাঁর নবীর সুন্নাহকে একসাথে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং মুসলিম সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন না হওয়া। আর তিনি তাদের জন্য অপছন্দ করেন: তাদের সাথে সম্পর্কিত নয় এমন বিষয় নিয়ে অলস ও বেশী কথা বলা, যা ঘটেনি তা নিয়ে জিজ্ঞাসা করা, অথবা লোকেদের কাছে তাদের অর্থ এবং তাদের হাতে যা আছে এবং তার যা প্রয়োজন দেখা দেয়নি তা প্রার্থনা করা, অর্থ অপচয় করা এবং বৈধ উদ্দেশ্য ব্যতীত অন্য উপায়ে ব্যয় করা এবং তা ধ্বংসের সম্মুখীন করা।

فوائد الحديث

আল্লাহ তা‘আলা তাঁর বান্দাদের কাছ থেকে তাঁর ইবাদাতের আন্তরিকতা পছন্দ করেন এবং তাঁর প্রতি কুফরিকে ঘৃণা করেন।

আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার এবং আঁকড়ে ধরার জন্য মানুষকে আহ্বান জানানো; কারণ এতে জমাত এবং জোট বদ্ধতা রয়েছে।

জমাতের প্রতি উৎসাহিত করা এবং তা আঁকড়ে ধরা ও এক কাতারে সীমাবদ্ধ থাকার নির্দেশ করা। আর এর বিপরীত, যা বিভাজন এবং মতবিরোধ তা নিষিদ্ধ করা।

নিজের সাথে সম্পর্কিত নয় এমন বিষয় নিয়ে অতিরিক্ত কথা বলা নিষিদ্ধ; কারণ যদি এটি জায়েজ হয়, তাহলে এটি সময়ের অপচয়, আর যদি এটি নিষিদ্ধ হয়, তাহলে এটি অনেক পাপের উৎস।

মানুষের খবরে জড়ানো, তাদের অবস্থা অনুসন্ধান করা এবং তাদের কথা ও কাজ বর্ণনা করা পরিহার করা।

মানুষের অর্থের জন্য বেশী প্রার্থনা করা নিষেধ।

অর্থের অপচয় হারাম এবং মানুষকে তা সংরক্ষণের জন্য উৎসাহিত করা যাতে তার কল্যাণ রয়েছে।

التصنيفات

তাওহীদুল উলুহিয়্যাহ, মুসলিম সমাজ