নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মশক অথবা পানির বড় পাত্রের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে বারণ করেছেন।

নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মশক অথবা পানির বড় পাত্রের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে বারণ করেছেন।

আবূ হুরায়রা ও আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুম হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মশক অথবা পানির বড় পাত্রের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে বারণ করেছেন।

[সহীহ] [এটি বুখারী বর্ণনা করেছেন। - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

কোন কষ্টদায়ক বস্তুর আশঙ্কা থেকে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে বারণ করেছেন। হতে পারে তাতে কষ্টদায়ক কিছু থাকবে যা পানকারী দেখবে না ফলে তা তার পেটে চলে যাবে।

التصنيفات

খাওয়া ও পান করার আদব