“মানুষ মসজিদসমূহ নিয়ে অহংকার না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না”।

“মানুষ মসজিদসমূহ নিয়ে অহংকার না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না”।

আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: “মানুষ মসজিদসমূহ নিয়ে অহংকার না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না”।

[সহীহ]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন: কিয়ামত নিকটবর্তী এবং দুনিয়ার শেষ হওয়ার লক্ষণগুলির মধ্যে একটি হল লোকেরা তাদের মসজিদের সাজসজ্জা নিয়ে গর্ব করবে, অথবা আল্লাহর যিকিরের জন্য নির্মিত মসজিদের অভ্যন্তরে তাদের পার্থিব বিষয় নিয়ে গর্ব করবে।

فوائد الحديث

মসজিদ নিয়ে গর্ব করা হারাম এবং এটি একটি অগ্রহণযোগ্য কাজ। কারণ এটা আল্লাহর জন্য করা হয়নি।

রং, রঞ্জক, খোদাই এবং লেখা দিয়ে মসজিদ সাজানো নিষেধ। কারণ এর দিকে দৃষ্টির ফলে মুসল্লিগণ অন্য মনস্ক হয়।

আস-সিন্দি বলেন: এই হাদীসটি এমন একটি হাদীস যার সত্যতা বর্তমান অবস্থা দ্বারা প্রমাণিত এবং এটি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর আশ্চর্যজনক অলৌকিক ঘটনাগুলির মধ্যে একটি।

التصنيفات

মসজিদের বিধানসমূহ