“তোমরা ক্ষুধার্তকে খাদ্য খাওয়াও, রোগীর শুশ্রুষা কর এবং বন্দীকে মুক্ত কর”।

“তোমরা ক্ষুধার্তকে খাদ্য খাওয়াও, রোগীর শুশ্রুষা কর এবং বন্দীকে মুক্ত কর”।

আবূ মূসা আশ’আরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমরা ক্ষুধার্তকে খাদ্য খাওয়াও, রোগীর শুশ্রুষা কর এবং বন্দীকে মুক্ত কর”।

[সহীহ] [এটি বুখারী বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেছেন যে, একজন মুসলিমের ওপর তার ভাই অপর মুসলিমের হক হলো—ক্ষুধার্তকে আহার করানো, অসুস্থকে দেখতে যাওয়া এবং বন্দিকে মুক্ত করা।

فوائد الحديث

মুসলিমদের পরস্পরের সহযোগিতায় উৎসাহ প্রদান।

ক্ষুধার্ত ও খাদ্যের প্রয়োজন রয়েছে এমন অভাবীকে খাবার খাওয়াতে উৎসাহ প্রদান করা হয়েছে, কেননা তাকে খাদ্য প্রদান করা আদেশিত।

রোগীকে দেখতে যাওয়ার বিধান শরীয়তে স্বীকৃত; কারণ এতে তার মনোবল দৃঢ় হয়, তার জন্য দোয়া করা হয়, সওয়াব লাভ হয় এবং আরও অনেক কল্যাণ নিহিত রয়েছে।

যদি কোনো মুসলিম কাফিরদের হাতে বন্দি হয়ে যায়, তাহলে তাকে মুক্ত করার ব্যাপারে যত্নবান হওয়া উচিত। এটি হতে পারে মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে আনার মাধ্যমে, অথবা কাফিরদের কোনো বন্দির বিনিময়ে তাকে মুক্ত করার মাধ্যমে, অর্থাৎ বন্দি বিনিময়ের মাধ্যমে।

التصنيفات

প্রশংসিত চরিত্রসমূহ