إعدادات العرض
“প্রত্যেক নবীকে তাঁর যুগের প্রয়োজন মুতাবিক কিছু মুজিযা দান করা হয়েছে, যা দেখে লোকেরা তাঁর প্রতি ঈমান এনেছে
“প্রত্যেক নবীকে তাঁর যুগের প্রয়োজন মুতাবিক কিছু মুজিযা দান করা হয়েছে, যা দেখে লোকেরা তাঁর প্রতি ঈমান এনেছে
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “প্রত্যেক নবীকে তাঁর যুগের প্রয়োজন মুতাবিক কিছু মুজিযা দান করা হয়েছে, যা দেখে লোকেরা তাঁর প্রতি ঈমান এনেছে। আমাকে যে মুজিযা দেয়া হয়েছে তা হচ্ছে, ওয়াহী- যা আল্লাহ্ আমার প্রতি অবতীর্ণ করেছেন। কাজেই আমি আশা করি, কিয়ামতের দিন অনুসারীদের অনুপাতে আমিই অধিক হবে।”
الترجمة
العربية Português دری Македонски Tiếng Việt Magyar ქართული Bahasa Indonesia Kurdî ไทย অসমীয়া Nederlands Hausa ਪੰਜਾਬੀ Kiswahiliالشرح
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উল্লেখ করেছেন যে, আল্লাহ সমস্ত নবীকে সহায়তা করেছেন এবং তাদেরকে নিদর্শন ও মু'জিজা (অলৌকিক ঘটনা) দিয়েছেন, যার মাধ্যমে তাদের নবুওয়াতের প্রমাণ হয় এবং তা যারা দেখে তাদের ঈমান আনার কারণ হয়। আর চ্যালেঞ্জের ক্ষেত্রে এর সামনে সে পরাজিত থাকে, অর্থাৎ সে তা নিজের নফস থেকে প্রতিরোধ করতে পারেন না — তবে কখনো অস্বীকার করে এবং জেদ করে অবিশ্বাস করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মূল নিদর্শন ও মু'জিজা হলো কুরআন, যা আল্লাহ তাঁর প্রতি ওহি হিসেবে নাজিল করেছেন। এই কুরআনে এমন স্পষ্ট ও স্থায়ী মু'জিজা রয়েছে, যার উপকারিতা অনেক এবং যার উপকার সকলের জন্য বিস্তৃত। এতে রয়েছে দাওয়াত, যুক্তি এবং ভবিষ্যতের সংবাদ। তাই এর উপকার শুধু যারা উপস্থিত, তাদের জন্য নয় — বরং যারা অনুপস্থিত, যারা হয়েছে এবং যারা ভবিষ্যতে হবে, সকলের জন্য। এরপর তিনি বললেন: আমি আশা করি, কিয়ামতের দিন আমার অনুসারীই হবে সবচেয়ে বেশি।فوائد الحديث
নবীদের জন্য নিদর্শন (মু'জিজা) প্রমাণিত — আর এটি আল্লাহ তা‘আলার রহমত ও অনুগ্রহ উম্মতসমূহের প্রতি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মু'জিজার মহত্বের বয়ান।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদার মহত্ব এবং সকল নবীর ওপর তাঁর শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা।
ইবন হাজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উক্তি: “আর আমার যে মু'জিজা দেওয়া হয়েছে, তা হলো ওহি, যা আল্লাহ আমার প্রতি নাজিল করেছেন” — এ বক্তব্য সম্পর্কে বলেন: এর অর্থ এই নয় যে, তাঁর সব মু'জিজা কেবল কুরআনের মধ্যেই সীমাবদ্ধ, অথবা তিনি পূর্ববর্তী নবীদের মতো অন্যান্য মু'জিজা পাননি। বরং অর্থ হলো, কুরআন হল সেই মহান মু'জিজা যা শুধু তাঁকেই বিশেষভাবে দান করা হয়েছে, অন্য কাউকে নয়।
ইমাম নববী বলেছেন: “আমি আশা করি, আমার অনুসারীই হবে সবচেয়ে বেশি” — এটি নবুওয়াতের একটি নিদর্শন, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কথা বলেছিলেন এমন এক সময়ে, যখন মুসলিমদের সংখ্যা ছিল খুবই কম। এরপর আল্লাহ তা'আলা মুসলিমদের ওপর অনুগ্রহ করলেন, তাদের বিজয় দান করলেন এবং তাদের মাঝে বরকত রাখলেন — এমনকি শেষ পর্যন্ত ইসলামের পরিসর বিস্তৃত হয়ে বর্তমান পরিচিত পর্যায়ে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ।
