নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে মৃত্যু পর্যন্ত তাঁর পরিবারের লোকেরা এক নাগাড়ে তিন রাত…

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে মৃত্যু পর্যন্ত তাঁর পরিবারের লোকেরা এক নাগাড়ে তিন রাত গমের রুটি পেট পুরে খাননি।

উম্মুল মু’মিনীন ‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে মৃত্যু পর্যন্ত তাঁর পরিবারের লোকেরা এক নাগাড়ে তিন রাত গমের রুটি পেট পুরে খাননি।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

উম্মুল মু’মিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় আগমনের পর থেকে তাঁর ও তাঁর পরিবার কখনো তিন দিন ধারাবাহিকভাবে গমের রুটি খেয়ে তৃপ্ত হননি—এমনকি তাঁর ওফাত পর্যন্তও না।

فوائد الحديث

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর পরিবারের জীবনে অল্প সম্পদের বর্ণনা, কারণ পরকালের জীবনই জীবন।

ইবনু হাজার বলেন: বাহ্যত তাঁদের না খাওয়ার প্রধান কারণ ছিল তাঁদের কাছে সামগ্রীর অভাব, যদিও কখনো কখনো তারা পেতেন, তবে তারা নিজের উপর অন্যদের প্রাধান্য দিতেন।

التصنيفات

দুনিয়াবিমুখ হওয়া ও সাবধানতা অবলম্বন, নববী আদর্শ