إعدادات العرض
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলাম গ্রহণের দাওয়াত না দিয়ে কখনও কোনো জাতির সঙ্গে যুদ্ধ করেননি।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলাম গ্রহণের দাওয়াত না দিয়ে কখনও কোনো জাতির সঙ্গে যুদ্ধ করেননি।
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলাম গ্রহণের দাওয়াত না দিয়ে কখনও কোনো জাতির সঙ্গে যুদ্ধ করেননি।
[সহীহ] [رواه أحمد والبيهقي]
الترجمة
العربية Português دری Македонски Magyar Tiếng Việt ქართული Kurdî ไทย অসমীয়া Nederlands ਪੰਜਾਬੀ Bahasa Indonesiaالشرح
ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা জানিয়েছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো কোনো জাতির সঙ্গে যুদ্ধ শুরু করেননি, যতক্ষণ না তিনি প্রথমে তাদের ইসলাম গ্রহণের দিকে আহ্বান করতেন। যদি তারা তাঁর আহ্বানে সাড়া না দিত, তখন তিনি তাদের সঙ্গে যুদ্ধ করতেন।فوائد الحديث
যদি ইসলামের বার্তা তাদের কাছে না পৌঁছে থাকে, তবে যুদ্ধের পূর্বে ইসলাম গ্রহণের আহ্বান দেওয়া শর্ত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের ইসলাম গ্রহণের জন্য আহ্বান করতেন; যদি তারা তা প্রত্যাখ্যান করত তাহলে তাদেরকে জিজইয়া পরিশোধের প্রস্তাব দিতেন; যদি তারা তা প্রত্যাখ্যান করত, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেন — যেমন অন্যান্য হাদীসে বর্ণিত।
জিহাদের মূল উদ্দেশ্য হলো মানুষকে ইসলামে প্রবেশ করানো, তাদের প্রাণ, সম্পদ ও দেশ দখল করার লোভ নয়।
التصنيفات
জিহাদের বিবিধ বিধান ও মাসআলা