“আমরা হলাম সর্বশেষ উম্মাত এবং সর্বপ্রথম আমাদের হিসাব গ্রহণ করা হবে

“আমরা হলাম সর্বশেষ উম্মাত এবং সর্বপ্রথম আমাদের হিসাব গ্রহণ করা হবে

ইবন ‘আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আমরা হলাম সর্বশেষ উম্মাত এবং সর্বপ্রথম আমাদের হিসাব গ্রহণ করা হবে। বলা হবে, উম্মী (নিরক্ষর) নবীর উম্মাত এবং তাদের নবী কোথায়? সুতরাং আমরা হলাম সর্বশেষ ও সর্বপ্রথম উম্মাত”।

[সহীহ] [এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংবাদ দিয়েছেন যে, তাঁর উম্মত হলো সময়ের দিক থেকে সর্বশেষ উম্মত, অর্থাৎ সর্বশেষ যুগে আগমনকারী। কিন্তু কিয়ামতের দিন তাঁর উম্মতকেই সর্বপ্রথম হিসাবের জন্য ডাকা হবে। সেদিন বলা হবে: উম্মী নবীর উম্মত কোথায়? — এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উম্মীত্ব (অর্থাৎ না পড়া ও না লেখা জানা) এর প্রতি ইঙ্গিত করে বলা হবে। তখন তাদেরকে হিসাবের জন্য প্রথমে আহ্বান করা হবে। সুতরাং, আমরা দুনিয়ার সময় ও অস্তিত্বের দিক থেকে সবার শেষে, কিন্তু কিয়ামতের দিনে হিসাব গ্রহণ এবং জান্নাতে প্রবেশের ক্ষেত্রে সবার আগে।

فوائد الحديث

এই উম্মতের পূর্ববর্তী উম্মতদের ওপর শ্রেষ্ঠত্ব।

التصنيفات

আখেরাতের জীবন