إعدادات العرض
“তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর তালকীন দাও।”
“তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর তালকীন দাও।”
আবু সাঈদ আল-খুদরী রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর তালকীন দাও।”
الترجمة
العربية Português دری Македонски Magyar Tiếng Việt ქართული Kurdî ไทย অসমীয়া Nederlands ਪੰਜਾਬੀالشرح
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উৎসাহ দেন যে, যখন কোনো ব্যক্তির মৃত্যু ঘনিয়ে আসে, তখন তার পাশে দাঁড়িয়ে বারবার “লা ইলাহা ইল্লাল্লাহ” উচ্চারণ করব, যেন সেটিই তার শেষ শব্দ হয়।فوائد الحديث
মৃত্যুমুখী ব্যক্তিকে তালকীন করা মুস্তাহাব।
মৃত্যুমুখী ব্যক্তির প্রতি তালকীন বারবার করানো বা অতিরিক্ত জোর দেয়া, বিশেষ করে যখন সে নিজেই তা বলছে বা বুঝছে, তা অপছন্দনীয়। কারণ এতে সে বিরক্ত হয়ে অবাঞ্ছিত কথা বলতে পারে।
আন-নববী বলেন: যখন মৃত্যুপ্রসন্ন ব্যক্তি একবার “লা ইলাহা ইল্লাল্লাহ” বলে, তখন তার নিকট তা বারবার বলা হবে না, তবে যদি সে এরপর অন্য কোনো কথা বলে, তবে পুনরায় তালকীন করতে হবে, যাতে “লা ইলাহা ইল্লাল্লাহ” তার শেষ কথা হয়।
এই হাদীসে মৃত্যুপ্রসন্ন ব্যক্তির পাশে থাকার গুরুত্ব বর্ণিত হয়েছে, যাতে তাকে স্মরণ করানো, সান্তনা দেওয়া, চোখ বন্ধ করানো এবং তার অধিকারসমূহ পূরণ করা যায়।
মৃত্যুর পর এবং দাফনের পরে কবরের কাছে তালকীন করানো বৈধ নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন কাজ করেননি।
التصنيفات
মৃত্যু ও তার বিধানসমূহ