“ফরয সালাতের ইকামাত দেয়া হলে তখন উক্ত ফরয ব্যতীত অন্য কোন সালাত আদায় করা যাবে না”।

“ফরয সালাতের ইকামাত দেয়া হলে তখন উক্ত ফরয ব্যতীত অন্য কোন সালাত আদায় করা যাবে না”।

আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “ফরয সালাতের ইকামাত দেয়া হলে তখন উক্ত ফরয ব্যতীত অন্য কোন সালাত আদায় করা যাবে না”।

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে অবস্থানরত ব্যক্তিকে নিষেধ করেছেন, যেন ফরজ সালাতের ইকামত হয়ে গেলে সে নফল সালাত শুরু না করে।

فوائد الحديث

ফরজ সালাতের ইকামত হয়ে গেলে এবং কেউ মসজিদে থাকলে তার জন্য নফল সালাত আদায় করা নিষেধ।

ফরজ সালাতের ইকামত হওয়ার পর কোনো নফল সালাত শুরু করা নিষিদ্ধ, তা নিয়মিত সুন্নত হোক যেমন ফজর বা যোহরের সুন্নত, অথবা অন্য কোনো নফল সালাতই হোক।

যদি ফরজ সালাতের ইকামত হয়ে যায় আর কেউ নফল সালাতে থাকে এবং তার নফল সালাতের এক রাকাআতের কম বাকি থাকে — তাহলে সে তা হালকাভাবে শেষ করতে পারে। তবে যদি এক রাকাআত বা তার বেশি বাকি থাকে, তাহলে সে নফল সালাত বন্ধ করে দেবে, যাতে তাহরিমার তাকবীরের ফজিলত লাভ করতে পারে।

التصنيفات

জামা‘আতের সাথে সালাতের ফযীলত ও তার বিধান