মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবারবর্গ একদিনে দু’বেলা খানা খাননি যার একবেলা খুর্মা ছিল না।

মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবারবর্গ একদিনে দু’বেলা খানা খাননি যার একবেলা খুর্মা ছিল না।

উম্মুল মু’মিনীন ‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবারবর্গ একদিনে দু’বেলা খানা খাননি যার একবেলা খুর্মা ছিল না।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পরিবার একদিনে দুটি খাবার খাননি যার মধ্যে একটি খাবার খেজুর ছিল না।

فوائد الحديث

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর পরিবারের বিনম্রতা এমন ছিল যে, কখনো তারা একদিনে একটির বেশী খাবার খেতে পেতেন না।

খেজুর তাদের জন্য অন্যান্য খাবারের তুলনায় সহজ ছিল।

দুনিয়া ত্যাগ এবং কম সামগ্রীতে যথেষ্ট করার ফজিলত, যা নবী-রাসূলদের চরিত্রের অংশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত।

একদিনে দু’বার খাবার খাওয়া একটি বৈধ ও অনুমোদিত কাজ এবং এটি আরবদের পরিচিত অভ্যাস ছিল। তারা দিনে দুটি খাবার খেত, একটি মধ্যাহ্নভোজন এবং একটি রাতের খাবার।

التصنيفات

দুনিয়াবিমুখ হওয়া ও সাবধানতা অবলম্বন, নববী আদর্শ