إعدادات العرض
“যে মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহকেও কৃতজ্ঞতা প্রকাশ করে না”।
“যে মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহকেও কৃতজ্ঞতা প্রকাশ করে না”।
আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: “যে মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহকেও কৃতজ্ঞতা প্রকাশ করে না”।
[সহীহ] [رواه أبو داود والترمذي وأحمد]
الترجمة
العربية Português دری Македонски Magyar Tiếng Việt ქართული Kurdî ไทย অসমীয়া Nederlands ਪੰਜਾਬੀ Bahasa Indonesia Kiswahili ភាសាខ្មែរ English ગુજરાતી Hausaالشرح
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি তাদের সৎকর্ম ও দয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে সাধারণত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। কারণ এই দুটি বিষয় একে অপরের সাথে সম্পর্কিত, কারণ মানুষের অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞ হওয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ না করা তার স্বভাব এবং অভ্যাস। কাজেই আল্লাহর অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞ হওয়া এবং তার জন্য কৃতজ্ঞতা প্রকাশে ব্যর্থ হওয়া তার অভ্যাস হবে।فوائد الحديث
উপকারের মোকাবেলায় মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করার গুরুত্ব।
প্রকৃত অনুগ্রহকারী হলেন আল্লাহ তাআলা, আর সৃষ্টিরা তো কেবল মাধ্যম, যাদেরকে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার উপকারে লাগান। সুতরাং, মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্তর্ভুক্ত।
মানুষের উপকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উত্তম চরিত্রের প্রমাণ।
التصنيفات
প্রশংসিত চরিত্রসমূহ