“তোমাদের কেউ যেন তিনটি ঢিলার কম দিয়ে ইস্তিঞ্জা না করে”।

“তোমাদের কেউ যেন তিনটি ঢিলার কম দিয়ে ইস্তিঞ্জা না করে”।

সালমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মুশরিকরা একবার আমাকে বলল, আমরা দেখছি তোমাদের সঙ্গী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সব কাজই শিক্ষা দেয়, এমনকি প্রস্রাব পায়খানার নিয়ম নীতিও তোমাদেরকে শিক্ষা দেয়! (জবাবে) তিনি বললেন, হ্যাঁ, তিনি আমাদেরকে নিষেধ করেছেন ডান হাতে শৌচ কাজ করতে, (ইস্তিঞ্জার সময়) কিবলামুখী হয়ে বসতে এবং তিনি আমাদেরকে আরো নিষেধ করেছেন গোবর অথবা হাড় দিয়ে ইস্তিঞ্জা করতে। তিনি বলেছেন, “তোমাদের কেউ যেন তিনটি ঢিলার কম দিয়ে ইস্তিঞ্জা না করে”।

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

সালমান আল-ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন: মুশরিকরা আমাদেরকে উপহাসের সুরে বলেছিল: তোমাদের নবী তোমাদের সবকিছু শেখান, এমনকি প্রস্রাব বা মলত্যাগের মত প্রয়োজন কীভাবে পূরণ করবে তাও শেখান! সালমান বললেন: হ্যাঁ, তিনি আমাদের মলত্যাগের শিষ্টাচার শিখিয়েছেন। এর মধ্যে একটি হলো, তিনি আমাদেরকে ডান হাতের সম্মান এবং নাপাক থেকে সুরক্ষার জন্য পেশাব-পায়খানার পর ডান হাতে পরিষ্কার করতে অথবা প্রস্রাব বা পায়খানা করার সময় কাবার দিকে মুখ করতে নিষেধ করেছেন। তিনি ঢিলা-কুলুখের জন্য পশুর গোবর, পশুর মল এবং পশুর হাড় ব্যবহার করতে নিষেধ করেছেন এবং নাপাক ব্যক্তিকে তিনটি পাথরের কম ব্যবহার করতে নিষেধ করেছেন।

فوائد الحديث

মানুষের প্রয়োজনীয় সবকিছুতেই ইসলামী শরীয়ার ব্যাপকতা এবং পরিপূর্ণতার একটি বিবৃতি।

টয়লেটে যাওয়া এবং নিজেকে পরিষ্কার করার কিছু শিষ্টাচার বয়ান করা।

প্রস্রাব বা মলত্যাগের সময় কিবলার দিকে মুখ করা হারাম; কারণ তিনি বলেছেন: "তিনি আমাদের নিষেধ করেছেন"। নিষেধের মূল নীতি হল হারাম হওয়া।

ডান হাত দিয়ে ইস্তিঞ্জা বা পবিত্রতা অর্জন নিষেধ; তার সম্মানে।

বাম হাতের চেয়ে ডান হাতকে প্রাধান্য দেওয়া; কারণ বাম হাত ময়লা ও নোংড়া অপসারণের জন্য ব্যবহৃত হয়, আর ডান হাত অন্যান্য কাজে ব্যবহৃত হয়।

নাপাকি ছোট হোক বা বড়, পানি অথবা পাথর দিয়ে দূর করতে হবে।

ঢিলে-কুলুখ তিনটির কম ব্যবহার নিষেধ; কারণ সাধারণত তিনটির কম পাথর পরিস্কার করে না।

পবিত্রতা ও পরিচ্ছন্নতার উদ্দেশ্য যা দিয়ে হাসিল হয় তা ব্যবহার করাই যথেষ্ট। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে পাথরের কথা উল্লেখ করেছেন। কারণ এটি সবচেয়ে সাধারণ ছিল এবং এই ধরণের জিনিসের কোন বিপরীত অর্থ নেই।

বিজোড় সংখ্যক পাথর ব্যবহার মুস্তাহাব। যদি চারটি দিয়ে পবিত্র করণ হাসিল হয়, তাহলে পঞ্চমটি ব্যবহার করবে এভাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যে ব্যক্তি নিজেকে পরিষ্কার করার জন্য পাথর ব্যবহার করে, সে যেন বিজোড় সংখ্যা ব্যবহার করে।"

ঢিলা-কুলুখে গোবর ব্যবহার করা নিষেধ। কারণ: হয় এটি অপবিত্র, অথবা এটি জিনদের পশুদের খাদ্য।

ঢিলা-কুলুকের জন্য হাড় ব্যবহার করা নিষেধ। কারণ এটি হয় অপবিত্র, অথবা এটি জিনদের নিজস্ব খাদ্য।

التصنيفات

পায়খানা-পেশাব সম্পন্ন করার আদবসমূহ