আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট একটি ছেলে শিশুকে আনা হল। শিশুটি তাঁর কাপড়ে পেশাব করে দিল।…

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট একটি ছেলে শিশুকে আনা হল। শিশুটি তাঁর কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি আনালেন এবং এর উপর ঢেলে দিলেন।

উম্মু কায়স বিনত মিহসান আল-আসাদিয়্যাহ রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত যে, তিনি তাঁর এমন একটি ছোট ছেলেকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এলেন যে তখনো খাবার খেতে শিখেনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে তাঁর কোলে বসালেন। তখন সে তাঁর কাপড়ে পেশাব করে দিল। তখন তিনি পানি আনতে বললেন এবং তার কাপড়ের উপর তা ছিটিয়ে দিলেন, তিনি তা ধৌত করলেন না। উম্মুল মু’মিনীন মা ‘আয়িশাহ রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট একটি ছেলে শিশুকে আনা হল। শিশুটি তাঁর কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি আনালেন এবং এর উপর ঢেলে দিলেন। অপর বর্ণনায় বর্ণিত: “এর উপর ঢেলে দিলেন এবং তা ধৌত করলেন না”।

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন। - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

সাহাবীগণ তাদের বাচ্চাদের নিয়ে রাসূলের নিকট বরকত ও দো‘আর জন্য আসতেন। রাসূলুল্লাহ তার উত্তম আখলাক ও দয়ার কারণে তাদের হাসিমুখে বরণ করতেন। উম্মে কাইস নামে একজন মহিলা সাহাবী তার একজন ছোট বাচ্চা নিয়ে যে শুধু দুধ পান করে, দুধ ছাড়া অন্য কিছু খাদ্য হিসেবে গ্রহণ করার বয়সে পৌঁছেনি, রাসূলের নিকট আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় অনুগ্রহে তাকে নিজ কোলে বসালেন। বাচ্চাটি রাসূলের কাপড়ে পেশাব করে দিলে তিনি পানি আনতে বললেন। কাপড়ের যে জায়গায় পেশাব লাগলো তার উপর তিনি পানি ছিটিয়ে দিলেন। তা পুরোপুরি ধুইলেন না।

التصنيفات

নাপাকী দূর করা