“এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল। আল্লাহ তা’আলা তার এ কাজ…

“এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল। আল্লাহ তা’আলা তার এ কাজ সাদরে কবুল করে তার গুনাহ মাফ করে দিলেন”।

আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল। আল্লাহ তা’আলা তার এ কাজ সাদরে কবুল করে তার গুনাহ মাফ করে দিলেন”।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এক ব্যক্তি যখন হেঁটে যাচ্ছিল, তখন সে রাস্তার ধারে একটি কাঁটাযুক্ত গাছের ডালের পাশ দিয়ে যাচ্ছিল, যা মুসলিমদের কষ্ট দিচ্ছিল। সে এটি দূর করে রাস্তা থেকে সরিয়ে দিল, তাই আল্লাহ তাকে কৃতজ্ঞতা জানালেন এবং তাকে ক্ষমা করলেন।

فوائد الحديث

রাস্তা থেকে ক্ষতি দূর করার ফজিলত এবং এটি আল্লাহর ক্ষমার কারণ।

সৎকর্মকে তুচ্ছ না করা, যদিও তা অল্প হয়।

ইসলাম পরিচ্ছন্নতা, পরিবেশ সুরক্ষা এবং জননিরাপত্তার ধর্ম।

التصنيفات

সৎকাজের ফযীলত