আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডানে এবং বামে সালাম ফিরাতে দেখতাম। এমনকি (তিনি এমনভাবে মুখ…

আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডানে এবং বামে সালাম ফিরাতে দেখতাম। এমনকি (তিনি এমনভাবে মুখ ঘুরাতেন যে,) আমি তার গালের শুভ্রতা দেখতে পেতাম।

সা‘দ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন: আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডানে এবং বামে সালাম ফিরাতে দেখতাম। এমনকি (তিনি এমনভাবে মুখ ঘুরাতেন যে,) আমি তার গালের শুভ্রতা দেখতে পেতাম।

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

সা‘দ ইবন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু ‘আনহু জানিয়েছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গালের সাদা অংশ দেখতে পেতেন, কেননা সালাম ফিরানোর সময় তিনি এতটাই ঘাড় ফিরাতেন—ডান দিকে প্রথম সালামের জন্য এবং বাম দিকে দ্বিতীয় সালামের জন্য।

فوائد الحديث

ডান ও বাম দিকে সালাম ফিরানোর সময় ঘাড় ভালোভাবে ফিরিয়ে দেওয়া (অর্থাৎ স্পষ্টভাবে মুখ ঘোরানো) শরীয়তের বিধান সম্মত।

ডান ও বাম দিকে দুটি সালাম দেওয়ার বিধান।

আন-নববী বলেন: যদি কেউ দুই সালামই তার ডান দিকে অথবা বাম দিকে অথবা সামনাসামনি দেয়, কিংবা প্রথম সালাম বামে এবং দ্বিতীয় ডানে দেয়, তবুও তার সালাত সঠিক হবে এবং দুই সালামই সম্পন্ন হবে। তবে এতে তার সালামের পদ্ধতির ফজিলত ছুটে গেল।

التصنيفات

সালাতের সুন্নতসমূহ, সালাতের পদ্ধতি