إعدادات العرض
“দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক দুনিয়াতে আমি এমন একজন পথচারী মুসাফির ছাড়া তো আর কিছুই নই, যে একটি গাছের ছায়ায়…
“দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক দুনিয়াতে আমি এমন একজন পথচারী মুসাফির ছাড়া তো আর কিছুই নই, যে একটি গাছের ছায়ায় আশ্রয় নিল, তারপর তা ছেড়ে দিয়ে গন্তব্যের দিকে চলে গেল”।
আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একসময় খেজুর পাতার মাদুরে শুয়েছিলেন। তিনি ঘুম হতে জাগ্রত হয়ে দাঁড়ালে দেখা গেল তার গায়ে মাদুরের দাগ পড়ে গেছে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল আমরা আপনার জন্য যদি একটি নরম বিছানার (তোষক) ব্যবস্থা করতাম। তিনি বললেন: “দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক দুনিয়াতে আমি এমন একজন পথচারী মুসাফির ছাড়া তো আর কিছুই নই, যে একটি গাছের ছায়ায় আশ্রয় নিল, তারপর তা ছেড়ে দিয়ে গন্তব্যের দিকে চলে গেল”।
الترجمة
العربية Tiếng Việt Bahasa Indonesia Nederlands Kiswahili অসমীয়া English ગુજરાતી සිංහල Magyar ქართული Hausa Română ไทย Português मराठी ភាសាខ្មែរ دری አማርኛ Kurdîالشرح
আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কিছু গাছপালা দিয়ে তৈরি একটি ছোট গালিচায় ঘুমালেন। সে উঠে দেখল যে তার পাশের চামড়ায় গালিচাটির দাগ রয়ে গেছে। তাই আমরা বললাম: হে আল্লাহর রাসূল, যদি আমরা আপনাকে নরম বিছানা বানাই, তাহলে এই রুক্ষ মাদুরের উপর শুয়ে থাকার চেয়ে তা ভালো হত। তাই তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: পৃথিবীর প্রতি আমার এতটা ভালোবাসা বা স্নেহ নেই যে আমি তা চাইব। আমার উদাহরণ এবং পৃথিবীতে আমার অবস্থান হলো সেই আরোহীর মতো যে একটি গাছের নিচে আশ্রয় নেয় তারপর প্রস্থান করল আর তা ত্যাগ করল।فوائد الحديث
এই পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্লিপ্ততা এবং তা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একটি বয়ান।
হাদীসে দুনিয়ার প্রয়োজনীয় জিনিস ত্যাগ করার কথা বলা হয়নি, বরং আখেরাতের ক্ষতি করে তাতে ব্যস্ত থাকার কথা বলা হয়েছে। কারণ ব্যক্তিটি একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিল এবং তার গন্তব্যে পৌঁছানোর জন্য তার থেকে সুবিধা হাসিল করেছিল, কিন্তু তার প্রতি দাবিত হয়নি।
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অবস্থা বিবেচনা করুন। কারণ তিনি হলেন সর্বোত্তম আদর্শ এবং যে কেউ তার পদাঙ্ক অনুসরণ করবে সে হিদায়াত পাবে এবং দুনিয়া ও আখেরাতে সফল হবে।
সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের প্রতি আগ্রহ এবং তাঁর প্রতি তাদের ভালোবাসা।
দাওয়াত ও শিক্ষাদানে উদাহরণ ব্যবহারের বৈধতা।