“তোমাদের কোন ব্যক্তি প্রত্যহ এক হাজার নেকী অর্জন করতে অপারগ হবে কি?”

“তোমাদের কোন ব্যক্তি প্রত্যহ এক হাজার নেকী অর্জন করতে অপারগ হবে কি?”

সা‘দ ইবন আবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন: আমরা আল্লাহর রসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত ছিলাম। তিনি বললেন, “তোমাদের কোন ব্যক্তি প্রত্যহ এক হাজার নেকী অর্জন করতে অপারগ হবে কি?” তাঁর সাথে উপবিষ্ট ব্যক্তিদের একজন জিজ্ঞাসা করল, ‘কিভাবে এক হাজার নেকী অর্জন করবে?’ তিনি বললেন, “একশ’বার তাসবীহ (সুবহানাল্লাহ) পড়বে। ফলে তার জন্য এক হাজার নেকী লেখা হবে অথবা এক হাজার গুনাহ মিটিয়ে দেওয়া হবে।”

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন: তোমাদের কেউ কি প্রতিদিন হাজারটা নেকি হাসিল করতে পারে না?! তার এক সাহাবী বললেন: একজন মানুষ খুব সহজে কীভাবে একদিনে হাজারটা নেকি অর্জন করতে পারে? তিনি বললেন: "سبحان الله" একশ বার বলবে, ফলে তার জন্য এক হাজার নেকী লেখা হবে। কারণ একটি নেকির প্রতিদান দশগুণ দেওয়া হয়, অথবা তার এক হাজার পাপ মুছে ফেলা হবে।

فوائد الحديث

সদ্গুণকে উৎসাহিত করা; কারণ এটি ইবাদতের সিঁড়ি।

তাসবীহ ও যিকিরের ফজিলত এবং এই সামান্য কাজটি যা ব্যক্তিকে কোন কষ্ট দেয় না, অথচ তাকে এই মহান প্রতিদান এনে দেয়।

সাহাবীরা বিলম্ব না করে সৎকর্ম করার উদ্যোগ গ্রহণ করেন।

নেক আমল দশগুণ বৃদ্ধি করা হয়, যেমন আল্লাহর বাণী: (‌مَنْ ‌جَاءَ ‌بِالْحَسَنَةِ ‌فَلَهُ ‌عَشْرُ ‌أَمْثَالِهَا) "যে ব্যক্তি একটি নেক আমল নিয়ে আসবে, সে তার দশগুণ পাবে" (আল-আন'আম: ১৬০)। এটি বৃদ্ধির সর্বনিম্ন মাত্রা, অন্যথায় সাতশ গুণ বৃদ্ধি করার কথাও রয়েছে।

কিছু বর্ণনায়, أو يحط عنه... বাণীতে أو (অথবা) এর পরিবর্তে و (এবং) এসেছে: মোল্লা আলী আল-ক্বারী বলেন: "ওয়াও" অক্ষরটি "আও" অর্থে আসতে পারে, তাই দুটি বর্ণনার মধ্যে কোনও বিরোধ নেই। যেন অর্থ হল: যে কেউ এটি বলবে তার জন্য এক হাজার নেকী লেখা হবে, যদি তার কোন পাপ না থাকে, অন্যথায় কিছু পাপ মুছে ফেলা হবে এবং অবশিষ্ট নেকি লেখা হবে। আর এটা সম্ভব যে "আও" এর অর্থ "ওয়াও" অথবা “আও” এর অর্থ بل বরং, তখন তার জন্য উভয় নেকি একত্রিত হবে। আল্লাহর অনুগ্রহ এর চেয়েও বিস্তৃত। উদ্ধৃতি শেষ। অর্থাৎ, তার জন্য এক হাজার নেকী লেখা হবে এবং তার থেকে এক হাজার পাপ মুছে ফেলা হবে।

التصنيفات

মহান আল্লাহর যিকির করার ফায়দা