“কোন মুসলিম পাপ নেই ও আত্মীয়তার সম্পর্ক ছেদ নেই এমন কোনো দোয়া করে না, যার বিনিময়ে আল্লাহ তাকে তিনটির একটি প্রদান…

“কোন মুসলিম পাপ নেই ও আত্মীয়তার সম্পর্ক ছেদ নেই এমন কোনো দোয়া করে না, যার বিনিময়ে আল্লাহ তাকে তিনটির একটি প্রদান করেন না: হয় তার দোয়া দ্রুত কবুল করেন, অথবা সেটি তার জন্য আখিরাতে জমা রাখেন, অথবা তার থেকে অনুরূপ খারাপ দূর করেন” তারা বলল: তাহলে আমরা বেশী করে করব, তিনি বললেন, “আল্লাহ আরো বেশী দিবেন।

আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “কোন মুসলিম পাপ নেই ও আত্মীয়তার সম্পর্ক ছেদ নেই এমন কোনো দোয়া করে না, যার বিনিময়ে আল্লাহ তাকে তিনটির একটি প্রদান করেন না: হয় তার দোয়া দ্রুত কবুল করেন, অথবা সেটি তার জন্য আখিরাতে জমা রাখেন, অথবা তার থেকে অনুরূপ খারাপ দূর করেন” তারা বলল: তাহলে আমরা বেশী করে করব, তিনি বললেন, “আল্লাহ আরো বেশী দিবেন।

[সহীহ] [এটি আহমাদ বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যদি কোন মুসলিম আল্লাহর কাছে প্রার্থনা করে এবং এমন কোন বিষয় প্রার্থনা করে যা পাপ নয়, যেমন পাপ ও অন্যায়কে সহজ করার জন্য প্রার্থনা করা, অথবা পারিবারিক সম্পর্ক ছিন্ন করার জন্য প্রার্থনা করা; যেমন সে তার সন্তান এবং আত্মীয়স্বজনের বিরুদ্ধে প্রার্থনা করল, তবে আল্লাহ তাকে তার প্রার্থনার কারণে তিনটি জিনিসের মধ্যে একটি অবশ্যই দান করবেন: হয় তিনি তার দোয়া দ্রুত করবেন এবং সে যা চেয়েছে তা তাকে দিয়ে দিবেন। অথবা আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তার জন্য পুরষ্কার হিসেবে, তার মর্যাদা বৃদ্ধি করবেন, অথবা তার পাপের রহমত ও ক্ষমা হিসেবে এটি বিলম্বিত করবেন। অথবা দোয়ার পরিমাণ অনুযায়ী, এই পৃথিবীতেও তাকে একই ধরনের অনিষ্ট থেকে রক্ষা করবেন। সাহাবীগণ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বললেন: তাহলে আমরা প্রচুর দোয়া করব; যেন এই গুণগুলোর একটি অর্জন করতে পারি? তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: আল্লাহর কাছে যা আছে তা তুমি যা চাও তার চেয়েও অনেক বেশি, কারণ তাঁর দান অক্ষয় এবং কখনও শেষ হয় না।

فوائد الحديث

একজন মুসলিমের প্রার্থনা কবুল করা হয় এবং প্রত্যাখ্যাত হয় না, তবে কয়েকটি শর্ত ও আদব রয়েছে; অতএব বান্দার উচিত ঘন ঘন প্রার্থনা করা এবং কবুল হওয়ার ব্যাপারে তাড়াহুড়ো না করা।

দোয়া কবুল হওয়ার অর্থ যা চাওয়া হয়েছে তা পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; তার দোয়া দ্বারা তার পাপের কাফফারা হতে পারে, অথবা পরকালে তার জন্য সংরক্ষিত হতে পারে।

ইবনু বায রহ. বলেন: বারবার প্রার্থনা করা, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা এবং হতাশ না হওয়া দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় কারণগুলির মধ্যে একটি। কাজেই একজন ব্যক্তির প্রার্থনায় অবিচল থাকা উচিত, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা থাকা উচিত এবং জেনে রাখা উচিত যে তিনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। তিনি হয়তো কোন কারণে দ্রুত দোয়া কবুল করেন, অথবা তা কোন কারণে বিলম্ব করতে পারেন, অথবা তিনি প্রার্থনাকারীকে তার চাওয়া জিনিসের চেয়ে উত্তম কিছু দিতে পারেন।

التصنيفات

দো‘আর আদবসমূহ