যখন তোমাদের কেউ হাই তোলে, তখন সে যেন তার হাত দিয়ে মুখ ঢেকে রাখে, অন্যথায় শয়তান প্রবেশ করবে।

যখন তোমাদের কেউ হাই তোলে, তখন সে যেন তার হাত দিয়ে মুখ ঢেকে রাখে, অন্যথায় শয়তান প্রবেশ করবে।

আবু সাঈদ আল-খুদরী রদিয়াল্লাহু ‘আনহু বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "যখন তোমাদের কেউ হাই তোলে, তখন সে যেন তার হাত দিয়ে মুখ ঢেকে রাখে, অন্যথায় শয়তান প্রবেশ করবে।"

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

যে হাই তুলল, যেমন অলসতা, উদর পূর্ণতা ইত্যাদি কারণে মুখ খুলে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিয়েছেন: সে তার মুখে হাত রেখে তা দিয়ে তা বন্ধ করবে; কারণ এটি খোলা রাখলে শয়তান এতে প্রবেশ করে, তাই এতে হাত রাখলে তার প্রবেশে বাধা হয়।

فوائد الحديث

যদি কেউ হাই তুলতে চায়, তখন তার উচিত যতটা সম্ভব মুখ বন্ধ করে রাখা যাতে তা খুলে না যায়, যদি সে মুখ বন্ধ রাখতে না পারে, তাহলে তার উচিত হাত মুখের উপর রাখা এবং হাত দিয়ে মুখ ঢেকে রাখা।

সকল পরিস্থিতিতে ইসলামী শিষ্টাচার মেনে চলা; কারণ এটি পরিপূর্ণতা এবং নৈতিকতার চিহ্ন।

মানুষের উপর শয়তানের সকল ফাঁদ থেকে সাবধান থাকা।

التصنيفات

হাঁচি ও হাই তোলার আদব