إعدادات العرض
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাআত
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাআত
আবূ মুলাইকা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের একজন থেকে বর্ণিত — আবু আমির বলেন, নাফি' বলেন: আমি মনে করি তিনি (সেই স্ত্রী) ছিলেন হাফসা। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাআত সম্পর্কে জিজ্ঞাসিত হলে বললেন: তোমরা তা করতে পারবে না। তখন তাঁকে বলা হলো: আমাদেরকে সেটি বর্ণনা করে দিন। তখন তিনি একটি ধীরে-ধীরে, স্পষ্ট উচ্চারণে কিরাআত পড়লেন। আবু আমির বলেন, নাফি' বলেন: আমাদেরকে ইবনু আবি মুলাইকা হাদীসটি হুবহু বর্ণনা করলেন: الحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2] — তারপর থামলেন, {الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] — তারপর আবার থামলেন, {مَالِكِ يَوْمِ الدِّينِ} — তারপর আবার থামলেন।৪
الترجمة
العربية Português دری Македонски Tiếng Việt Magyar ქართული Indonesia Kurdî ไทย অসমীয়া Nederlands Hausa ਪੰਜਾਬੀ Kiswahili Tagalog ភាសាខ្មែរ English ગુજરાતી සිංහල Русскийالشرح
হাফসা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন মু’মিনদের মা, তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে কুরআন তিলাওয়াত করতেন? তিনি বললেন: তোমরা তাঁর মতো (তিলাওয়াত) করতে সক্ষম হবে না। তখন তাকে বলা হলো: আমাদেরকে জানিয়ে দিন (তিনি কিভাবে তিলাওয়াত করতেন)। নাফি‘ বলেন: ইবনু আবি মুলাইকা আমাদের সামনে ধীরে-সুস্থে কিরাআত করলেন, যাতে তিনি তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিরাআতের ধরণটি তুলে ধরতে ও নিকটবর্তী করতে পারেন। তিনি এভাবে তিলাওয়াত করলেন: {الحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} — এরপর থামলেন, {الرَّحْمَنِ الرَّحِيمِ} — এরপর আবার থামলেন, {مَالِكِ يَوْمِ الدِّينِ} — এরপর আবার থামলেন।فوائد الحديث
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কুরআন তিলাওয়াতের পদ্ধতি এর বিবরণ:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কুরআন পড়তেন তা বাস্তব প্রয়োগের বিবরণ।
কুরআন তিলাওয়াতে ধীরস্থিরভাবে পড়ার বিধান আছে, কারণ এটি কুরআনের ওপর চিন্তা-ভাবনা (তাদাব্বুর) করার জন্য অধিক উপযোগী।
সালাফে সালেহীন কুরআনুল কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমলের প্রতি গভীর মনোযোগ ও আগ্রহ দেখিয়েছেন।
তাজবীদ ও কুরআনের বিভিন্ন শাস্ত্রীয় ইলম অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
التصنيفات
ইলমুত তাজভীদ