إعدادات العرض
“সেই সত্তার কসম, যার হাতে আমার জীবন। এ সূরা হচ্ছে সমগ্র কুরআনের এক-তৃতীয়াংশের সমান।”
“সেই সত্তার কসম, যার হাতে আমার জীবন। এ সূরা হচ্ছে সমগ্র কুরআনের এক-তৃতীয়াংশের সমান।”
আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে {قُلْ هُوَ اللَّهُ أَحَد} পড়তে শুনলেন। সে বার বার তা মুখে উচ্চারণ করছিল। পরদিন সকালে তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে এ ব্যাপারে বললেন। যেন ঐ ব্যক্তি তা কম মনে করল। তখন রাসূল সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম বললেন, “সেই সত্তার কসম, যার হাতে আমার জীবন। এ সূরা হচ্ছে সমগ্র কুরআনের এক-তৃতীয়াংশের সমান।”
الترجمة
العربية Indonesia Tiếng Việt Nederlands Kiswahili অসমীয়া English ગુજરાતી සිංහල Magyar ქართული Hausa Română ไทย Português मराठी ភាសាខ្មែរ دری አማርኛ Kurdî Македонски Tagalog తెలుగు Українська ਪੰਜਾਬੀ മലയാളം Moore پښتو ಕನ್ನಡالشرح
আবু সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি অন্য ব্যক্তিকে {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} সূরা তেলাওয়াত করতে এবং সারা রাত ধরে এটি আবৃত্তি করতে শুনেছেন, এতে কিছু যোগ করেননি। সকাল হলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে তার বিষয়টি উল্লেখ করল। প্রশ্নকারী মনে করেছিলেন যে এটি খুব কম, তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দেওয়ার অর্থে শপথ করে বললেন: "যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ, এটি কুরআনের এক তৃতীয়াংশের সমান।"فوائد الحديث
সূরা আল-ইখলাসের ফজিলত এবং এটি কুরআনের এক-তৃতীয়াংশের সমান।
রাতের সালাতে তিলাওয়াতের বৈধতা, এমনকি যদি তা মাত্র কয়েকটি আয়াত হয় এবং সেগুলো পুনরাবৃত্তি করা এবং তা কম না জানা।
আল-মাজিরি বলেন: কেউ বলেছেন: এর অর্থ হল কুরআন এর বিষয়বস্তু তিন ধরণের: আল্লাহর সিফাত, বিধান এবং ঘটনাবলী। আর {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} সম্পূর্ণরূপে আল্লাহর সিফাতের জন্য খাস, তাই এটি এক তৃতীয়াংশ এবং তিনটি অংশের একটি অংশ। আবার কেউ বলেছেন: এর অর্থ হল, এটি তিলাওয়াতের সওয়াব বহুগুণ করা ছাড়া কুরআনের এক তৃতীয়াংশ তিলাওয়াতের সওয়াবের সমান।
التصنيفات
সূরা ও আয়াতের ফযীলতসমূহ