إعدادات العرض
“তোমরা আল্লাহর বাঁদীদেরকে আল্লাহর ঘরে (মসজিদে) যেতে নিষেধ করো না। তবে তারা বের হওয়ার সময় যেন সুগন্ধি ব্যবহার না…
“তোমরা আল্লাহর বাঁদীদেরকে আল্লাহর ঘরে (মসজিদে) যেতে নিষেধ করো না। তবে তারা বের হওয়ার সময় যেন সুগন্ধি ব্যবহার না করে”।
আবূ হুরাইরাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা আল্লাহর বাঁদীদেরকে আল্লাহর ঘরে (মসজিদে) যেতে নিষেধ করো না। তবে তারা বের হওয়ার সময় যেন সুগন্ধি ব্যবহার না করে”।
[হাসান] [এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।]
الترجمة
العربية Português دری Македонски Magyar ქართული Tiếng Việt Kurdî ไทย অসমীয়া Bahasa Indonesia Nederlands ਪੰਜਾਬੀالشرح
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহিলাদের অভিভাবক ও যিনি তাদের দেখভাল করেন তাকে নিষেধ করেছেন যেন তিনি নারীদের মসজিদে যেতে বাধা না দেন। তবে তিনি নারীদের নির্দেশ দিয়েছেন, যেন তারা বাইরে বের হলে সুগন্ধি ব্যবহার না করে এবং সাজসজ্জা প্রকাশ না করে—যাতে তারা পুরুষদের ফিতনার কারণ না হয়।فوائد الحديث
যদি ফিতনার আশঙ্কা না থাকে এবং নারী সাজসজ্জা ও সুগন্ধি ছাড়াই বের হয়, তবে তার জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করার অনুমতি রয়েছে।
এটি দ্বারা দলিল গ্রহণ করা হয়েছে যে, স্ত্রী স্বামীর ঘর থেকে স্বামীর অনুমতি ছাড়া বের হতে পারবে না; কারণ নির্দেশটি স্বামীদেরকে অনুমতি দেওয়ার জন্য দেওয়া হয়েছে।
ইসলাম নারীদের প্রতি যত্নশীল এবং তাদের এমন কোনো কাজ থেকে বাধা দেয়নি যা তাদের জন্য উপকারী হতে পারে, যেমন ইলম অর্জন বা অন্য ভালো উদ্দেশ্যে বের হওয়া।
পুরুষের মহিলার উপর কর্তৃত্ব ও তাদের দেখভালের প্রমাণ।
