নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম গোবর ও হাড্ডি দ্বারা ইসতিঞ্জা করতে নিষেধ করেছেন

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম গোবর ও হাড্ডি দ্বারা ইসতিঞ্জা করতে নিষেধ করেছেন

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম গোবর ও হাড্ডি দ্বারা ইসতিঞ্জা করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, “এ দু’টি জিনিস পবিত্র করে না”।

[সহীহ] [এটি দারাকুতনী বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব বা মলত্যাগের মাধ্যমে মলত্যাগকারী কাউকে পশুর হাড়, গোবর বা শুকনো বর্জ্য ব্যবহার করতে নিষেধ করেছেন। তিনি বললেন: এটি অপবিত্রতা দূর করে না, আবার পবিত্রও করে না।

فوائد الحديث

টয়লেটে যাওয়া এবং নিজেকে পরিষ্কার করার কিছু শিষ্টাচার বয়ান করা।

নিজেকে পরিষ্কার করার জন্য গোবর ব্যবহার নিষেধ। কারণ এটি হয় অপবিত্র, অথবা এটি বিচরণকারী জিনদের খাদ্য।

নিজেকে পরিষ্কার করার জন্য হাড় ব্যবহার করা নিষেধ। কারণ এটি হয় অপবিত্র, অথবা এটি জিনদের নিজস্ব খাদ্য।

التصنيفات

পায়খানা-পেশাব সম্পন্ন করার আদবসমূহ