নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম গোবর ও হাড্ডি দ্বারা ইসতিঞ্জা করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, “এ দু’টি…

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম গোবর ও হাড্ডি দ্বারা ইসতিঞ্জা করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, “এ দু’টি জিনিস পবিত্র করে না।

আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম গোবর ও হাড্ডি দ্বারা ইসতিঞ্জা করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, “এ দু’টি জিনিস পবিত্র করে না।”

[সহীহ] [এটি দারাকুতনী বর্ণনা করেছেন।]

الشرح

ইসলামের বিশিষ্ট বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু উল্লেখ করেন যে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পায়খানার রাস্তা হতে নির্গত ময়লা পরিস্কার করতে ইসতিঞ্জায় দু’টি জিনিস ব্যবহার করতে সম্পূর্ণ নিষেধ করেছেন। আর তা হলো গোবর ও হাড্ডি। গোবর নিজেই অপবিত্র অথবা তা রেখে দেওয়ার জন্যে যেন জীন জাতি তার দ্বারা উপকৃত হতে পারে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন তিরমিযীতে এসেছে, “তোমরা গোবর ও হাঁড় দ্বারা ইসতিঞ্জা করো না। কেননা তা তোমাদের ভাই জীন জাতির খাদ্য।” অন্যদিকে হাড্ডি ব্যবহার নিষেধ হওয়ার কারণ হতে পারে তা মসৃণ হওয়ায় অপবিত্রতা দূর করে না বলে। কেউ কেউ বলেছেন, নিষেধাজ্ঞার কারণ হলো, প্রয়োজনের সময় তা চুষা বা চিবানো যায়। কেউ কেউ বলেছেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তা তোমাদের জীন ভাইদের খাদ্য।” অর্থাৎ তারা হাঁড়ে পূর্ণ গোস্ত পেয়ে থাকে। আবার অন্য দল বলেছেন, হাড্ডি দ্বারা ইসতিঞ্জা করলে আঘাত পেতে পারে, তাই তা ব্যবহার করতে নিষেধ করেছেন। অতপর হাদীসটি শেষ হয়েছে গোবর ও হাঁড় দ্বারা ইসতিঞ্জা করতে নিষেধাজ্ঞার কারণের গুরুত্ব বর্ণনা করে। কেননা এদুয়ের দ্বারা ইসতিঞ্জার উদ্দেশ্য অর্জিত হয় না। আর ইসতিঞ্জার উদ্দেশ্য হলো পবিত্রতা অর্জন। এ কারণে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “এ দু’টি জিনিস পবিত্র করে না।”

التصنيفات

পায়খানা-পেশাব সম্পন্ন করার আদবসমূহ