“তোমাদের মধ্যে কেউ রশি নিয়ে তার পিঠে কাঠের বোঝা বয়ে আনা এবং তা বিক্রি করা, ফলে আল্লাহ তার চেহারাকে (যাচ্ঞা করার…

“তোমাদের মধ্যে কেউ রশি নিয়ে তার পিঠে কাঠের বোঝা বয়ে আনা এবং তা বিক্রি করা, ফলে আল্লাহ তার চেহারাকে (যাচ্ঞা করার লাঞ্ছনা হতে) রক্ষা করেন, তা মানুষের কাছে সওয়াল করার চেয়ে উত্তম, চাই তারা দিক বা না দিক”।

যুবাইর ইবনু ‘আওয়াম রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন: “তোমাদের মধ্যে কেউ রশি নিয়ে তার পিঠে কাঠের বোঝা বয়ে আনা এবং তা বিক্রি করা, ফলে আল্লাহ তার চেহারাকে (যাচ্ঞা করার লাঞ্ছনা হতে) রক্ষা করেন, তা মানুষের কাছে সওয়াল করার চেয়ে উত্তম, চাই তারা দিক বা না দিক”।

[সহীহ] [এটি বুখারী বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে, একজন ব্যক্তি যেকোনো কাজ করতে পারে, এমনকি তা দড়ি নিয়ে পিঠে জ্বালানি কাঠ সংগ্রহ করে বিক্রি করে খাওয়া, অথবা তা থেকে দান করা ও মানুষের কাছ থেকে স্বাধীন হওয়া এবং ভিক্ষাবৃত্তির অপমান থেকে নিজের মুখ রক্ষা করা; মানুষের কাছে চাওয়া এবং তারা তাকে দেয় অথবা প্রত্যাখ্যান করার চেয়ে তার জন্য এটা উত্তম, কারণ মানুষের কাছে চাওয়া অপমানজনক, আর মুমিন সম্মানিত, অপমানিত নয়।

فوائد الحديث

মানুষকে যাঞ্চা করা থেকে বিরত থাকতে এবং তা থেকে পবিত্র থাকতে উৎসাহিত করা।

জীবিকা নির্বাহের জন্য কাজ করার উৎসাহ, এমনকি যদিও মজদুর ব্যক্তি জনগণের চোখে একটি সামান্য এবং তুচ্ছ পেশায় কাজ করেন।

ইসলাম ভিক্ষাবৃত্তি এবং বেকারত্বের বিরুদ্ধে লড়াই করে; এই জন্য প্রচেষ্টা এবং কাজ করাকে ওয়াজিব করে দিয়েছে; এমনকি যদি তা কঠিনও হয়; যেমন জ্বালানি কাঠ সংগ্রহ করা।

কাজ করার এবং জীবিকা নির্বাহের ক্ষমতা থাকলে ভিক্ষা করা হালাল নয়।

প্রয়োজন হলে শাসকের নিকট চাইতে সমস্যা নেই। আল্লাহ তা‘আলা বলেন, “আর তাদেরও কোনো অপরাধ নেই যারা আপনার কাছে বাহনের জন্য আসলে আপনি বলেছিলেন, ‘তোমাদের জন্য কোনো বাহন আমি পাচ্ছি না’; তারা অশ্রুবিগলিত চোখে ফিরে গেল, কারণ তারা খরচ করার মত কিছুই পায়নি”। [তাওবা: ৯২]

যদি কেউ চাইতে বাধ্য হয় এবং জীবিকা নির্বাহ করতে বা জ্বালানি কাঠ সংগ্রহ করতে অক্ষম হয়, তাহলে তার জন্য চাওয়া জায়েজ, তবে তার পীড়াড়ীড়ি বা জোর করা উচিত নয়। আল্লাহ বলেন: “তারা মানুষের কাছে পীড়াপীড়ি করে যাঞ্চা করে না”। [আল-বাকারা: ২৭৩]।

আন-নওয়াবী বলেন: এর মধ্যে রয়েছে: মানুষকে দান-সদকা করার, নিজের পরিশ্রম থেকে খাবার খাওয়ার এবং বৈধ উপায়ে অর্থ উপার্জনের জন্য উৎসাহিত করা।

التصنيفات

বেচা-কেনা