প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। আর গুনাহগারদের মধ্যে তাওবাকারীগণ উত্তম।

প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। আর গুনাহগারদের মধ্যে তাওবাকারীগণ উত্তম।

আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। আর গুনাহগারদের মধ্যে তাওবাকারীগণ উত্তম।”

[হাসান] [এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। - এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন। - এটি দারিমী বর্ণনা করেছেন]

الشرح

মানুষ গুনাহ থেকে মুক্ত নয়। কারণ হলো, মানুষের ভেতর মানবিক দূর্বলতা সৃষ্টিগত এবং আল্লাহ মানুষকে যেসব কর্ম করতে ও যেসব কর্ম না করতে আহ্বান করেছেন তাতে তার ডাকে সাড়া না দেওয়া, তবে আল্লাহ তা‘আলা তাঁর বান্দাদের জন্য তাওবার দরজা খুলে দিয়েছেন। আর তিনি জানিয়ে দিয়েছেন যে, সবচেয়ে উত্তম গোনাহগার তারাই যারা বেশি বেশি তাওবা করেন।

فوائد الحديث

আদম সন্তানের বৈশিষ্ট্য হলো ভুল করা এবং গুনাহে পতিত হওয়া। যখন কোন গুনাহ করে আদম সন্তানের ওপর ওয়াজিব হলো সে তাড়াতাড়ি তাওবা করবে।

التصنيفات

আত-তাওবাহ