আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অল্প শব্দে বহুল অর্থবোধক দো‘আ পছন্দ করতেন এবং তা ছাড়া অন্য দো‘আ…

আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অল্প শব্দে বহুল অর্থবোধক দো‘আ পছন্দ করতেন এবং তা ছাড়া অন্য দো‘আ পরিহার করতেন।

আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অল্প শব্দে বহুল অর্থবোধক দো‘আ পছন্দ করতেন এবং তা ছাড়া অন্য দো‘আ পরিহার করতেন।

[সহীহ] [এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।]

الشرح

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দো‘আ করতেন তখন তিনি অল্প শব্দে অধিক অর্থবোধন শব্দ পছন্দ করতেন। তিনি ব্যাপক অর্থবোধক বাক্য পছন্দ করতেন। অনুরূপভাবে তিনি কম শব্দ অধিক অর্থ বোধক শব্দ দো‘আতে পছন্দ করতেন। বিষয়টি সর্বাবস্থায় প্রযোজ্য নয়। কারণ, বর্ণনাকারী তার জানা অনুযায়ী সংবাদ দিয়েছেন। অন্যথায় দেখা যায় যে, কতক দো‘আ এমন বর্ণিত হয়েছে , তাতে রয়েছে বিস্তারিত আলোচনা। তবে উভয় প্রকার আমলই শরীয়ত সম্মত।

التصنيفات

দো‘আর আদবসমূহ