তোমরা যখন আল্লাহর কাছে (জান্নাত) চাইবে, তখন তাঁর কাছে জান্নাতুল ফিরদাউস চাও।”

তোমরা যখন আল্লাহর কাছে (জান্নাত) চাইবে, তখন তাঁর কাছে জান্নাতুল ফিরদাউস চাও।”

উবাদাহ ইবন সামেত রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন: “জান্নাতে একশ’টি স্তর রয়েছে। প্রতি দুই স্তরের মাঝের দূরত্ব হল আসমান ও জমিনের দূরত্বের মত। জান্নাতুল ফিরদাউস হল এর সর্বোচ্চ স্তর। এ থেকেই জান্নাতের চারটি নহর প্রবাহিত হয়। এর উপরে হল আরশ। তোমরা যখন আল্লাহর কাছে (জান্নাত) চাইবে, তখন তাঁর কাছে জান্নাতুল ফিরদাউস চাও।”

[সহীহ] [এটি তিরমিযী বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে পরকালের জান্নাতে একশত স্তর ও মর্যাদা রয়েছে, যেখানে প্রতিটি স্তরের মধ্যে দূরত্ব আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের মতো। এই জান্নাতগুলির মধ্যে সর্বোচ্চ হলো ফিরদাউস, যেখান থেকে জান্নাতের চারটি নহর প্রবাহিত হয় এবং ফিরদাউসের উপরে আরশ অবস্থিত। তাই যখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, তখন ফিরদাউস চাও, কারণ এটি সকল জান্নাতের ঊর্ধ্বে।

فوائد الحديث

জান্নাতবাসীদের মর্যাদা ও অবস্থানের মধ্যে পার্থক্য হবে, যা তাদের ঈমান ও নেক আমলের ভিত্তিতে নির্ধারিত হবে।

আল্লাহর কাছে জান্নাতের সর্বোচ্চ স্তর ফিরদাউস চাওয়ার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।

ফিরদাউস হলো জান্নাতের সর্বোচ্চ ও সর্বোত্তম স্থান।

মুসলিমের উচিত উচ্চ আশা রাখা এবং আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ ও সর্বোত্তম মর্যাদা লাভের জন্য চেষ্টা ও প্রার্থনা করা।

জান্নাতের চারটি নদী হল পানি, দুধ, মদ এবং মধুর নদী, যা কোরআনে এই আয়াতে বর্ণিত হয়েছে: {যে জান্নাতটি পরহেজগারদের জন্য প্রতিশ্রুত, তাতে পানি, যা নষ্ট হয় না, দুধ, যার স্বাদ পরিবর্তিত হয় না, মদ, যা পানকারীদের জন্য আনন্দদায়ক, এবং মধু, যা পরিশোধিত} [মুহাম্মদ: ১৫]।

التصنيفات

শেষ দিবসের ওপর ঈমান, আখেরাতের জীবন, কুরআন ও হাদীসে বর্ণিত দো‘আসমূহ