যদি কোন মানুষ আদানের মত দূরত্বে থাকাকালীন সেখানে অন্যায় করার ইচ্ছা করে, তবে আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক শাস্তির…

যদি কোন মানুষ আদানের মত দূরত্বে থাকাকালীন সেখানে অন্যায় করার ইচ্ছা করে, তবে আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাবেন।

আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ রদিয়াল্লাহু ‘আনহু হতে মারফূ সূত্রে বর্ণিত: তিনি আল্লাহ তা‘আলার বাণী: {وَمَنْ يُرِدْ فِيهِ بِإِلْحَادٍ بِظُلْمٍ نُذِقْهُ مِنْ عَذَابٍ أَلِيمٍ} {আর যে কেউ সেখানে অন্যায়ভাবে অন্যায় করার ইচ্ছা করে, তাকে আমরা যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাবো।} [আল-হাজ্জ: ২৫] সম্পর্কে বলেন: "যদি কোন মানুষ আদানের মত দূরত্বে থাকাকালীন সেখানে অন্যায় করার ইচ্ছা করে, তবে আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাবেন।"

[সহীহ]

الشرح

আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তা‘আলার বাণী {وَمَنْ يُرِدْ فِيهِ بِإِلْحَادٍ بِظُلْمٍ نُذِقْهُ مِنْ عَذَابٍ أَلِيمٍ} [الحج: 25] উল্লেখ করে বলেন: যদি কেউ মক্কার পবিত্র স্থানে এমন কিছু খারাপ কর্ম করার কথা ভাবে ও সংকল্প করে, যার মাধ্যমে সে পবিত্র স্থানে আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা লঙ্ঘন করবে, যেমন গালি দেওয়া বা ইচ্ছাকৃতভাবে হত্যা করা, তাহলে তা হবে অন্যায় (জুলম)। যদি সংকল্পটি ইয়েমেনের আদেন শহরেও হয়, তাহলে সে যদি তা নাও করে থাকে, তবুও তার জন্য প্রাপ্য হল আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। এ ক্ষেত্রে দৃঢ় নিয়ত করাই যথেষ্ট।

فوائد الحديث

পবিত্র স্থানের বিশেষত্ব এবং তার সম্মানের বয়ান।

আস-সাদী বলেন: এই মহান আয়াতে হারাম শরীফকে সম্মান করা এবং তার প্রতি অত্যন্ত শ্রদ্ধা প্রদর্শন করা এবং এতে পাপ করার ইচ্ছা ও পাপ সংঘটিত করা থেকে সতর্ক করার আবশ্যকতা রয়েছে।

আদ-দাহহাক বলেন: একজন ব্যক্তি অন্য দেশে থাকাকালীন যখন মক্কায় কোন পাপ করার কথা ভাবে, সেটি তার উপর পাপ হিসাবে লিপিবদ্ধ করা হয়, যদিও সে তা না করে।

التصنيفات

আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট