“লুঙ্গির (কাপড়ের) যে অংশ টাখনুর নিচে হবে তা জাহান্নামে যাবে।”

“লুঙ্গির (কাপড়ের) যে অংশ টাখনুর নিচে হবে তা জাহান্নামে যাবে।”

আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “লুঙ্গির (কাপড়ের) যে অংশ টাখনুর নিচে হবে তা জাহান্নামে যাবে।”

[সহীহ] [এটি বুখারী বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে সতর্ক করেছেন, যেন তাদের নিচের শরীর ঢাকার জন্য পরিধেয় কাপড়, পাজামা বা অন্য কিছু গোড়ালির নিচে ঝুলিয়ে না রাখে। গোড়ালির নিচে যার কাপড় ঝুলবে, তার পা জাহান্নামের আগুনে যাবে, যা তার এই কাজের শাস্তি হিসেবে নির্ধারিত।

فوائد الحديث

পুরুষদের জন্য গোড়ালির নিচে কাপড় লম্বা করা নিষেধ এবং এটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত।

ইবনে হাজার (রহ.) বলেছেন: প্রয়োজনের ক্ষেত্রে ইজার (লুঙ্গি, পাজামা ইত্যাদি) ঝুলিয়ে রাখাকে ব্যতিক্রম হিসেবে গণ্য করা হবে; যেমন কারো গোড়ালিতে ক্ষত থাকলে, যেখানে মাছি তাকে কষ্ট দেয় এবং সে যদি তার ইজার দিয়ে তা ঢেকে রাখে, যখন অন্য কোনো উপায় না থাকে।

এই বিধান শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য; কারণ মহিলাদেরকে তাদের কাপড় গোড়ালির নিচে এক হাত পর্যন্ত লম্বা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

التصنيفات

পোশাক ও সাজ-সজ্জা