“যখন রমযান আসে তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং…

“যখন রমযান আসে তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শিকলে বন্দী করা হয়।”

আবূ হুরাইরাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যখন রমযান আসে তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শিকলে বন্দী করা হয়।”

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে যখন রমযান মাস আসে, তখন তিনটি ঘটনা ঘটে: প্রথমত: জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং সেগুলোর কোনটি বন্ধ করা হয় না। দ্বিতীয়ত: জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং সেগুলোর কোনটি খোলা হয় না। তৃতীয়ত: শয়তান ও দুষ্ট জিনদের শৃঙ্খলিত করা হয়, ফলে তারা রমযান ছাড়া অন্য সময়ে যা করতে পারত, তা করতে পারে না। এ সবই করা হয়, এই মাসকে মর্যাদাবান করার জন্য এবং ইবাদতকারীদেরকে বেশি বেশি নেক আমল, যেমন নামাজ, সদকা, জিকির, কুরআন তিলাওয়াত ইত্যাদি নেক কাজ করতে উৎসাহিত করার জন্য। পাশাপাশি গুনাহ ও পাপ থেকে দূরে থাকার জন্য।

فوائد الحديث

এতে প্রতীয়মান হয়, রমযান মাসের ফযীলত।

এতে রয়েছে, সাওম পালনকারীর জন্য এই সুসংবাদ যে, এই বরকতময় মাস ইবাদত ও ভালো কাজের মৌসুম।

রমযানে শয়তানদের শৃঙ্খলিত করার মধ্যে ইঙ্গিত রয়েছে যে বান্দাহর অজুহাত দূর করা হয়েছে। যেন তাকে বলা হয়: শয়তানদেরকে তোমার থেকে দূরে রাখা হয়েছে, তাই ইবাদত ত্যাগ করা বা গুনাহ করার ক্ষেত্রে তাদেরকে অজুহাত হিসেবে দেখাবে না।

ইমাম কুরতুবী (রহ.) বলেছেন: যদি বলা হয়, আমরা দেখি যে রমযান মাসেও অনেক খারাপ কাজ ও গুনাহ সংঘটিত হয়। যদি শয়তানরা শৃঙ্খলিত হয়, তাহলে এগুলো কীভাবে ঘটে? এর উত্তরে বলা হবে: এটি সেসব সাওম পালনকারীর ক্ষেত্রে কম হয়, যারা সাওমের শর্তাবলি ও আদবসমূহ যথাযথভাবে পালন করে। অথবা শুধু কিছু দুষ্ট শয়তানকে শৃঙ্খলিত করা হয়েছে, যেমন কিছু বর্ণনায় এসেছে, তাদের সবাইকে নয়। অথবা এর উদ্দেশ্য হলো রমযানে খারাপ কাজ কমিয়ে আনা, যা আমরা দেখতে পাই। কারণ রমযানে অন্যান্য সময়ের তুলনায় গুনাহ কম হয়। তবে শয়তানদের শৃঙ্খলিত করার অর্থ এই নয় যে কোনো খারাপ কাজ বা গুনাহই ঘটবে না, কারণ এর অন্যান্য কারণও রয়েছে, যেমন নফসের কুপ্রবৃত্তি, খারাপ অভ্যাস এবং মানুষের মধ্যে শয়তান স্বভাবের লোকেরা।

التصنيفات

সিয়ামের ফযীলত