“এক চতুর্থাংশ দীনার বা তার চেয়ে বেশি পরিমাণ চুরির জন্যে হাত কাটা হবে।”

“এক চতুর্থাংশ দীনার বা তার চেয়ে বেশি পরিমাণ চুরির জন্যে হাত কাটা হবে।”

‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “এক চতুর্থাংশ দীনার বা তার চেয়ে বেশি পরিমাণ চুরির জন্যে হাত কাটা হবে।”

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, চোরের হাত কাটা হবে যদি সে সোনার দীনারের এক চতুর্থাংশ বা তার চেয়ে বেশি মূল্যের জিনিস চুরি করে। এটি প্রায় ১.০৬ গ্রাম সোনার মূল্যের সমতুল্য।

فوائد الحديث

চুরি করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত।

আল্লাহ তা'আলা চোরের শাস্তি নির্ধারণ করেছেন, তা হলো তার হাত কাটা; যেমন তিনি বলেন: 'পুরুষ চোর ও নারী চোর, তোমরা তাদের উভয়ের হাত কেটে দাও' (সূরা আল-মায়িদা: ৩৮)। আর হাদীসে এই শাস্তির শর্তাবলি ব্যাখ্যা করা হয়েছে।

হাদিসে 'হাত' বলতে কব্জি থেকে হাতের অংশ কাটা বোঝানো হয়েছে, যা বাহুর সাথে সংযুক্ত থাকে।

চোরের হাত কাটার মধ্যে হিকমত হলো মানুষের সম্পদ রক্ষা করা এবং অন্যায়কারীদেরকে সতর্ক করা।

দীনার হলো সোনার একটি ওজন, যা বর্তমানে ২৪ ক্যারেট সোনার ৪.২৫ গ্রামের সমান। সুতরাং, এক চতুর্থাংশ দীনার প্রায় এক গ্রামের কিছু বেশি।

التصنيفات

চুরির শাস্তি