আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দেওয়া দুনিয়া ও এর উপর যা কিছু আছে তা থেকে উত্তম।

আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দেওয়া দুনিয়া ও এর উপর যা কিছু আছে তা থেকে উত্তম।

সাহাল ইবন সা‘দ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দেওয়া দুনিয়া ও এর উপর যা কিছু আছে তা থেকে উত্তম। জান্নাতে তোমাদের কারো এক চাবুক পরিমাণ স্থানও দুনিয়া ও তার উপরে যা আছে তা থেকে উত্তম। আল্লাহর পথে এক সকাল চলা বা এক বিকাল চলা দুনিয়া ও এর উপরে যা আছে তা থেকে উত্তম”।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দেওয়া বা আল্লাহর পথে এক সকাল চলা দুনিয়া ও এর উপর যা কিছু আছে তা থেকে উত্তম। জান্নাতে কারো এক চাবুক পরিমাণ স্থানও দুনিয়া ও তার উপরে যা আছে তা থেকে উত্তম। কেননা জান্নাত চিরস্থায়ী আর দুনিয়া ক্ষণস্থায়ী। সুতরাং চিরস্থায়ী সামান্য কিছুও পাওয়া ক্ষণস্থায়ী অনেক কিছু পাওয়ার চেয়ে উত্তম।

التصنيفات

সৎকাজের ফযীলত, জিহাদের ফযীলত