আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় যেতেন তখন আমি ও আমার একটি ছেলে পানির পাত্র এবং…

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় যেতেন তখন আমি ও আমার একটি ছেলে পানির পাত্র এবং ‘আনাযা’ (এমন লাঠি যার মাথায় লোহা লাগানো থাকে) নিয়ে যেতাম। তিনি পানি দ্বারা শৌচকার্য করতেন।

আনাস ইব্নু মালিক রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত। তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় যেতেন তখন আমি ও আমার একটি ছেলে পানির পাত্র এবং ‘আনাযা’ (এমন লাঠি যার মাথায় লোহা লাগানো থাকে) নিয়ে যেতাম। তিনি পানি দ্বারা শৌচকার্য করতেন”।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস ইব্নু মালিক রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় যেতেন তখন তিনি এবং তার সাথে একটি ছেলে তার পবিত্রতা যার দ্বারা সে নাপাকী দূর করবেন তা নিয়ে আসতেন। আর পবিত্রতা দ্বারা উদ্দেশ্য চামড়ার পাত্রে কিছু পানি। এ ছাড়া তারা নিয়ে আসত এমন কিছু যা দ্বারা সে নিজেকে মানুষের দৃষ্টি থেকে আড়াল করতে পারে। আর তা হলো ‘আনাযা’ বা এমন ছোট লাঠি যার মাথায় লোহা লাগানো থাকে। তাকে মাটিতে পুঁতে তার ওপর কোন চাদর বা তার মতো কোন কিছু রাখে যা তাকে অতিক্রমকারীদের দৃষ্টি থেকে আড়াল করে রাখে এবং যখন সালাতের ইচ্ছা করে তখনও তার দ্বারা তিনি আড়াল হন।

التصنيفات

সাহাবীগণের ফযীলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিমগণ, নাপাকী দূর করা, পায়খানা-পেশাব সম্পন্ন করার আদবসমূহ, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ