“দরজার সামনে থেকে বের করে দেওয়া এলোমেলো চুল বিশিষ্ট বহু লোক রয়েছে যারা আল্লাহর উপর ভরসা করে কোন ব্যাপারে শপথ…

“দরজার সামনে থেকে বের করে দেওয়া এলোমেলো চুল বিশিষ্ট বহু লোক রয়েছে যারা আল্লাহর উপর ভরসা করে কোন ব্যাপারে শপথ করলে আল্লাহ তা’আলা তা সত্যে পরিণত করে দেন”।

আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “দরজার সামনে থেকে বের করে দেওয়া এলোমেলো চুল বিশিষ্ট বহু লোক রয়েছে যারা আল্লাহর উপর ভরসা করে কোন ব্যাপারে শপথ করলে আল্লাহ তা’আলা তা সত্যে পরিণত করে দেন”।

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু লোক আছে যাদের চুল জটলা এবং ধুলোয় ভরা, তারা তেল দেয় না বা ঘন ঘন ধোয় না। মানুষের কাছে তার সম্মান নেই, তাই তারা তাদের দরজা থেকে বিতাড়িত হন এবং তার প্রতি অবজ্ঞার কারণে তাদের কাছ থেকে তাকে বের করে দেওয়া হয়। তবে, যদি সে কোন কিছু ঘটার ব্যাপারে শপথ করে, তাহলে আল্লাহ তার মর্যাদার কারণে এবং তাকে শপথ ভঙ্গ করা থেকে রক্ষা করার জন্য সেটি সংঘটিত করেন।

فوائد الحديث

আল্লাহ বান্দার চেহারা দেখেন না, বরং তিনি অন্তর ও কর্ম দেখেন।

একজন ব্যক্তির উচিত তার শরীর এবং পোশাকের চেয়ে তার আমল এবং হৃদয়ের পবিত্রতার প্রতি বেশি যত্নবান হওয়া।

আল্লাহর কাছে বিনয় এবং আত্মসমর্পণ দোআ কবুল হওয়ার একটি কারণ। অতএব, মুত্তাকী ব্যক্তিদের শপথ পূর্ণ করেন।

মানুষের জন্য নববী শিক্ষার বয়ান; যাতে তারা একে অপরকে তুচ্ছ না করে।

التصنيفات

সৎকাজের ফযীলত